মাগুরাই শিশুটির দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন

 

মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে নিজ আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে তাকে দাফন করা হয়। এর আগে তার মরদেহ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছায়।

এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। জানাজার পরপরই মাগুরার নিজনান্দুয়ালী মাঠপাড়ায় অবস্থিত তার বাড়িতে আগুন দেওয়া হয়। এসময় অভিযুক্তের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা


বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে


Comments

Popular posts from this blog

ডিজিটাল মার্কেটিং-এর বর্তমান ও ভবিষ্যৎ

জেনে নিন কিভাবে ঘরে বসে ৭ ওয়েবসাইটের মাধ্যমে আয় করা সম্ভব